IQNA

ভিডিও| আব্দুল বাসেতের সুললিত কন্ঠে কুরআন তিলাওয়াত

18:52 - July 18, 2020
সংবাদ: 2611160
তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসেত আব্দুস সামাদের কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ভিডিওতে প্রাকৃতিক দৃশ্যের সাথে মূল আয়াতের আরবি টেক্সট ও ইংরেজি অনুবাদ তুলে ধরা হয়েছে।

বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসেতের সুললিত কন্ঠে সূরা লোকমানের ১৬ ও ১৭ নম্বর আয়াত নীচে তুলে ধরা হল:

 

يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ  إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ

 ‘হে বৎস! যদি তা (তোমার কর্ম) সরিষা পরিমাণও হয় এবং তা কোন শিলাগর্ভে অথবা আকাশমণ্ডলে কিংবা ভূগর্ভে থাকে, আল্লাহ তা উপস্থিত করবেন; নিশ্চয়ই আল্লাহ অতি সূ²দর্শী, সর্বজ্ঞাতা।

يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ ۖ إِنَّ ذَٰلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

হে বৎস! নামায প্রতিষ্ঠা করবে, সৎকর্মের নির্দেশ দেবে, আর অসৎ কর্ম হতে নিষেধ করবে এবং তোমার ওপর আপতিত বিপদে-আপদে ধৈর্যধারণ করবে; নিশ্চয় এটা দৃঢ়-সংকল্পের কর্মসমূহের অন্তর্ভুক্ত।

iqna

captcha